Home / রূপচর্চা / ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে ঘরোয়া উপাদান

ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে ঘরোয়া উপাদান

ব্যস্ততার মাঝে রূপচর্চার জন্য সময় বের করা কঠিন। তাই পার্লারের দ্বারস্থ হন বেশিরভাগ মহিলা। আর পার্লারে গিয়ে ফেসিয়াল করালে বেশ মোটা অঙ্কের টাকা খরচ হয়। খরচের পাশাপাশি নানা ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় ত্বকের উপর। এতেও ত্বকের উপর মারাত্মক প্রভাব ফেলে। টাকা আর ত্বক দুটোই বাঁচতে পারে, যদিও ঘরোয়া উপাদানের সঠিক ব্যবহার জানেন। ঘরোয়া প্রতিকার মানেই যে অনেক উপকরণের প্রয়োজন, একদম নয়। এক চিমটে হলুদেই আপনার ত্বকের জেল্লা ফিরতে পারে।ত্বকের জেল্লা

ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে ঘরোয়া উপাদান

ত্বকের পরিচর্যায় প্রাচীনকাল থেকে হলুদ ব্যবহার করা হয়ে আসছে। আজও ত্বকের যত্ন নিতে আয়ুর্বেদে হলুদ ব্যবহার করা হয়। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি ব্রণ, র‍্যাশের সমস্যা দূর করার ক্ষেত্রে হলুদের জুড়ি মেলা ভার। উজ্জ্বল ও নিখুঁত ত্বক পেতে গেলে আপনার হলুদের সঙ্গে বন্ধুত্ব করতেই হবে। হলুদের মধ্যে কারকিউমিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি ত্বকের যে কোনও সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে।

১) ব্রণর সমস্যায় ভুগলে অবশ্যই হলুদ ব্যবহার করুন। হলুদের মধ্যে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। এটি ব্রেকআউটকে প্রতিরোধ করতে সাহায্য করে। আর ত্বকের প্রদাহ কমায় এবং ব্রণর সমস্যা দূর করে।

২) হাইপারপিগমেন্টেশনের সমস্যায় ভুগলে হলুদ ব্যবহার করতে পারেন। হলুদ মেলানিন উৎপাদনে বাধা দেয়। এতে ত্বকের কালো দাগছোপ, রোদে পোড়াভাবে ইত্যাদি দূর হয়ে যায়। এতে আপনি ইভেন-টোন ত্বক পাবেন।

৩) সূর্যের ক্ষতিকারক রশ্মি সবচেয়ে বেশি আমাদের ত্বকের প্রভাব ফেলে। এতে ত্বক নিস্তেজ, অনুজ্জ্বল দেখায়। পাশাপাশি বার্ধক্যের লক্ষণগুলো জোরাল হতে থাকে। এক্ষেত্রে হলুদ ব্যবহার করলে আপনি উপকার পেতে পারেন। হলুদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের মাইক্রোসার্কুলেশন বৃদ্ধিতে সাহায্য করে।

৪) কাজের চাপে চোখের নিচে কালি পড়ে গয়েছে? হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান এবং স্কিন- লাইটিং বৈশিষ্ট্য ডার্ক সার্কেল দূর করার ক্ষেত্রে দারুণ কার্যকর।

কোন উপায়ে হলুদ ব্যবহার করলে ফল মিলবে?

-মুলতানি মাটির সঙ্গে এক চিমটে হলুদ ও গোলাপ জল মিশিয়ে ত্বকের উপর লাগান। এতে ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর হয়ে যাবে এবং ত্বকের জেল্লা বাড়বে।

-ব্রণর সমস্যা দূর করতে আপনি চন্দন কাঠের গুঁড়ো, হলুদ ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে ত্বকের উপর লাগাতে পারেন। এতে নিমের গুঁড়ো মেশাতে পারলে ভাল উপকার পাবেন।

-ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরে পেতে আপনি টক দইয়ের সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। এটা ত্বকের লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। ফেসপ্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কাছে কেমন লেগেছে এবং আপনার যদি কোনো প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে শেয়ার করুন। সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Check Also

ত্বকের যত্নে গ্লিসারিন

শীতে ত্বকের যত্নে গ্লিসারিন কখন প্রয়োজন

শীতকাল! শুষ্ক এই মৌসুমে অনেকেরই হাত-পায়ের ত্বক ও ঠোঁট (lip) ফেটে যায়। এ সময় ত্বকের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *