Home / স্বাস্থ্য টিপস / দাঁত ব্যথা থেকে মুক্তি পাওয়ার সহজ ১০ টি উপায়

দাঁত ব্যথা থেকে মুক্তি পাওয়ার সহজ ১০ টি উপায়

দাঁত ব্যথা বলে কয়ে আসে না। দাঁতের সমস্যার কোনো বয়স নেই। পাঁচ বছরের শিশু (Child) থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধেরও এ ব্যথা হতে পারে। হঠাৎ যদি দাঁতে ব্যথা শুরু হয়ে যায়, দিশেহারা হয়ে আমরা ওষুধের খোঁজ করি।দাঁতের গোড়া বা স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে মারাত্মক যন্ত্রণা (Pain) হয়। ব্যথা থেকে মাথা, চোখব্যথাও শুরু হয়ে যায়।দাঁত ব্যথা

দাঁত ব্যথা থেকে মুক্তি পাওয়ার সহজ ১০ টি উপায়

কিছু ঘরোয়া উপায় আছে, যা অবলম্বন করলে দাঁতের ব্যথা থেকে অনেকটাই মুক্তি মেলে।কিন্তু কিছু উপায় জানা থাকলে কয়েক মিনিটের মধ্যেই দাঁত ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে।চলুন জেনে রাখি সেইসব জাদুকরি (Magical) টোটকা।

দাঁতের ব্যথা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া ৫ উপায়:

১. দুটি লবঙ্গ থেঁতো করে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান। অথবা দুটি লবঙ্গ চিবিয়ে ব্যথার স্থানে জিভ দিয়ে চেপে রাখুন।

২. এক কোয়া রসুন থেঁতলে নিয়ে অল্প একটু লবণ মিশিয়ে দাঁতে লাগান। বেশি যন্ত্রণা হলে এক কোয়া রসুন (Garlic) চিবিয়ে খান।

৩. লবণের সঙ্গে গোলমরিচ (Pepper) মিশিয়ে পেস্ট তৈরি করুন। দাঁতে লাগিয়ে রাখুন কয়েক মিনিট। ব্যথা কমে গেলেও কয়েকদিন এটা করুন।

৪. এক টুকরা কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেয়ে নিন। যদি বেশি ঝাঁঝ লাগে তবে দাঁতের ওপর পেঁয়াজ (Onion) চেপে রাখলে আরাম পাওয়া যাবে।

৫. আধ চা চামচ হিং গুঁড়ো দুই টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান। দু মিনিটেই ব্যথা শেষ।

. দাঁত, মাড়ি, গলার ব্যথা কমাতে খুব ভাল কাজ করে লবণ পানি। এক গ্লাস অল্প গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে কুলকুচি করুন।

৭. পেয়ারা পাতা দাঁত ব্যথায় দারুণ উপকারী (Beneficial)। দুটি পেয়ারা পাতা চিবিয়ে ব্যথাওয়ালা দাঁতে চেপে রাখুন। আরাম পাবেন।

৮. তুলায় কয়েক ফোঁটা ভ্যানিলা এক্সট্রাক্ট নিয়ে দাঁতে চেপে ধরে রাখুন।

৯. দূর্বা ঘাসের রস দাঁতের ব্যথা কমাতে পারে। এটা দাঁতের স্বাস্থ্য (Health) ভাল রাখতেও সহায়তা করে।

১০. সবশেষ উপায় হলো বরফ। হাতের কাছে কোনো কিছু না পেলেও যদি শুধু বরফ পাওয়া যায়, তবে কাজ হবে। এক টুকরা বরফ (Ice) তুলা বা কাপড়ে মুড়ে দাঁতে চেপে রাখুন, ব্যথা কমতে থাকবে।

Check Also

হাত-পা ঘামা

হাত-পা ঘামা থেকে মুক্তির উপায়

হাত-পা ঘামা থেকে মুক্তির উপায়। অনেকেই আছেন যাদের হাত ও পায়ের তালু মাত্রাতিরিক্ত (Excessive) পরিমাণ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *